পটুয়াখালীর কলাপাড়ায় ” কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ” এর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেছেন।
রবিবার (৬ এপৃল) কলেজ অধ্যক্ষ’র কাছে তিনি এ আবেদনটি করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, পারিপার্শ্বিক বিষয়, শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো উল্লেখ করেন, কলেজের পাঠদান সহ বিভিন্ন ক্ষেত্রে কলেজকে সুনামের জায়গায় নিয়ে গেছেন। ভবিষ্যতে আরো সুনামের জায়গায় নিয়ে যাওয়ার তাঁর মানসিকতা ছিল।
তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দু”বছরের জন্য কলেজ শিক্ষকদের সমর্থন নিয়ে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন। তবে তিনি এ পদ থেকে অব্যাহতি নিলেও কলেজটি আরো সুনামের জায়গায় পৌছাঁবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন” তিনি শারীরিক অসুস্থতা সহ একাধিক কারন দেখিয়ে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেছেন।