শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দায়িত্ব দেয়া হয়েছে বিপিএসসি আদলে গঠিত এনটিআরসিএ দপ্তরকে। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগেই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনটিআরসিএর কর্মপন্থা ও করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত একাধিক কর্মকর্তা গণমাধ্যমে দেয়া বক্তব্য থেকে জানা যায়, দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) কে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা)।
কর্মকর্তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্বের শূন্যতা পূরণ ও শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই প্রথম ধাপের নিয়োগ সম্পন্ন করে পরবর্তী ধাপগুলো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য যে, এক ও অভিন্ন প্রক্রিয়ায় অধিদপ্তর নির্বিশেষে ইনডেক্স যার, আবেদন তার- এমন যোগ্যতাই প্রাধান্য পাবে বলে মনে হচ্ছে।