1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মো‌দি শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌন হয়রানী প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত নেছারাবাদে অটোরিকশা কেড়ে নিল বৃদ্ধার জীবন মৌলভীবাজারে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের জেলা শাখা’র অভিষেক ও পরিচিতি সভা নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ কয়রায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ লালপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত

শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌন হয়রানী প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
ব্র্যাক শিখা প্রকল্পের  আওতাধীন কর্মএলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
প্রশিক্ষণ কক্ষে ( জিবিভি) প্রতিরোধ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় কর্ম পরিকল্পনা সভায়  প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা  একাডেমিক সুপার ভাইজার ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্ম পরিকল্পনায় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী যতিন্দ্রনাথ ম্রিস্ত্রি।  ব্র্যাক শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা এই প্রকল্পটি ‘  ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলা তেলিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষে এবং অনলাইন প্লাট ফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক মন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং- এর মত অপরাধক মানো যায় সে বিষয়ক কর্ম পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ  করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com