বাদী শ্রী সুইট চন্দ্র মন্ডল ইং ০৪/০৪/২৫ তারিখ বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করেন যে, ইং ০৪/০৪/২৫ তারিখ দুপুর অনুঃ ০১.৩০ ঘটিকায় এজাহারনামীয় আগামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া পরস্পর একই উদ্দেশ্যে তাহার চাচাতো ভাই লিপন, পিতা-প্রদীপ, বাং-পরমানন্দপুর, ইউপি-আটমূল, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর বসত বাড়ীতে অতর্কিত হামলা চালায় এবং বসত বাড়ি ভাংচুর করে।একপর্যায়ে এজাহারনামীয় আসামীগণ সহ অজ্ঞাতনামা আসামীগণ বাদীর বসত বাড়ীর মেইন দরজা ভাঙ্গিয়া অনধিকার প্রবেশ করিয়া তাকে ও তার পরিবারের সদস্যগণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার বসত বাড়ীর প্রাচীর ভাংচুর, বৈদ্যুতিক মিটার, সিসি ক্যামেরা ইত্যাদি ভাংচুর করে ও বাদীর শয়ন ঘরের মধ্যে শোকেছ ও আলমারীর ড্রয়ারে রক্ষিত ৮/১০ ভরি ওজনের স্বর্নের গহনা, ও ব্যবসায়িক কাজে রাখা নগদ ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। পরবর্তীতে বাদীর খড়ের পালায় আগুন লাগাইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৪ এপ্রিল ২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; রুজু হয়।
এ সংক্রান্তে তাৎক্ষণিক বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইন্সপেক্টর ডিবি, বগুড়া জনাব মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ০৫/০৪/২০২৫ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন কানাইপুকুর বাজার হইতে এজাহারনামীয় ১নং আসামী মোঃ রহিম (৩৮), পিতা-মোঃ মমতাজ, সাং-কুড়াহার কাঁঠালকুশি, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।