1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে নাতনীকে যৌন হয়রানীর প্রতিবাদ করায় বৃদ্ধা নানীকে হত্যা পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা হরিপুরে ৫৪ জন গ্রামপুলিশদের জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণ পরিবেশ দূষণ রোধে পাবনায় দুই কারখানার বিরুদ্ধে অভিযান শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ কাঁঠালিয়ায় এনজিও কর্মীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তার নামের মামলার আবেদন বিএনপি নেত্রীর সাবেক দুই এমপিসহ আ.লীগের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাকসুর তফসিল ঘোষণার দাবিতে রাবি ছাত্রশিবিরের ঘেরাও কর্মসূচি

শিশুকে ধর্ষণে দায়ে রাজ্জাক শেখের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ হামিদুর ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক শেখ (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন। মামলার বিষয়ে ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলিয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের একটি মামলায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাজ্জাক শেখ আদালতে উপস্থিত ছিলেন। পিপি হুমায়ুন কবির বলেন, ‘আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি কঠোর বার্তা যাবে। মামলার বিবরণ থেকে জানা যায়,আসামি ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকাল ৩ টার দিকে শিশুকে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতের প্রজেক্টের মেশিন ঘরের পাশে ক্ষেতে নিয়ে বিকাল অনুমান ৩ টার দিকে শিশুর পরিহিত পায়জামা খুলে ধর্ষণ করে। পরবর্তীতে শিশু ফুলসহ বাড়িতে এসে তার মাতার নিকট ঘটনার বিষয়ে বলে। এই ঘটনায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি শিশুর বাবা শিবালয় থানায় রাজ্জাক শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এ ঘটনায় শিশুর পরিবারও সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com