চাঁদপুরের মতলব দক্ষিণে অর্ধশত বছরের পুরাতন শীতলা দেবীর পূজিত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে সনাতন ধর্মালম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।৩ ফেব্রুয়ারী শনিবার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের বণিক বাড়ীর কাছের শীতলা মন্দিরে রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, দেশীয় করাত দিয়ে শীতলা মায়ের পদতলে পুষ্পার্ঘ অর্পনের পূজিত শীতলা গাছ কেটে ফেলেছে র্দূবৃত্তরা। এটি প্রায় অর্ধশত বছরের প্রাচীনামলের গাছ। এটি সাম্প্রদায়িক উস্কানি ও নিন্দনীয় কাজ। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হউক।
শীতলা মন্দিরের দাতা প্রয়াত রাখাল বণিকের পুত্র সতানন্দ বণিক বলেন, রাতে গাছ কাটার শব্দ শুনে এগিয়ে এলে ৩/৪ জন যুবককে বেপোরোয়া দৌড়ে পালিয়ে যেতে দেখলাম। পরে দেখলাম মন্দিরের অর্ধশত পুরানো পূজিত শীতলা গাছটি করাত দিয়ে কেটে ফেলায় মাটিতে লুটিয়ে পরে আছে।এখানকার সনাতন ধর্মাবলম্বীরা যুগের পর যুগ ধরে এই শীতলা দেবীর গাছটিকে পূজা করে আসছিলো। কিন্তু দুর্বৃত্তরা এ অশোভনীয় কাজ কেনো করলো তা বুঝতে পারছি না।এ বিষয়ে নায়ের গাঁও দক্ষিণের ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা বলেন, এই ইউনিয়ন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রিতীর রোল মডেল। এটা যারা করেছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আমি প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো।বিষয়টি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালাকে অবগত করলে তিনি বলেন, থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে দিনের বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সারথী সমীর ভট্টাচার্য, মতলব দক্ষিণ থানার এস আই মোহাম্মদ আওয়ালসহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।০৪ ফেব্রুয়ারি ২০২৪ :: মতলবে অর্ধশত বছরের পুরাতন শীতলা দেবীর পূজিত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
চাঁদপুরের মতলব দক্ষিণে অর্ধশত বছরের পুরাতন শীতলা দেবীর পূজিত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে সনাতন ধর্মালম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
৩ ফেব্রুয়ারী শনিবার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের বণিক বাড়ীর কাছের শীতলা মন্দিরে রাতের আঁধারে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, দেশীয় করাত দিয়ে শীতলা মায়ের পদতলে পুষ্পার্ঘ অর্পনের পূজিত শীতলা গাছ কেটে ফেলেছে র্দূবৃত্তরা। এটি প্রায় অর্ধশত বছরের প্রাচীনামলের গাছ। এটি সাম্প্রদায়িক উস্কানি ও নিন্দনীয় কাজ। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হউক।শীতলা মন্দিরের দাতা প্রয়াত রাখাল বণিকের পুত্র সতানন্দ বণিক বলেন, রাতে গাছ কাটার শব্দ শুনে এগিয়ে এলে ৩/৪ জন যুবককে বেপোরোয়া দৌড়ে পালিয়ে যেতে দেখলাম। পরে দেখলাম মন্দিরের অর্ধশত পুরানো পূজিত শীতলা গাছটি করাত দিয়ে কেটে ফেলায় মাটিতে লুটিয়ে পরে আছে।এখানকার সনাতন ধর্মাবলম্বীরা যুগের পর যুগ ধরে এই শীতলা দেবীর গাছটিকে পূজা করে আসছিলো। কিন্তু দুর্বৃত্তরা এ অশোভনীয় কাজ কেনো করলো তা বুঝতে পারছি না।
এ বিষয়ে নায়ের গাঁও দক্ষিণের ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা বলেন, এই ইউনিয়ন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রিতীর রোল মডেল। এটা যারা করেছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে আমি প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো।
বিষয়টি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালাকে অবগত করলে তিনি বলেন, থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে দিনের বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সারথী সমীর ভট্টাচার্য, মতলব দক্ষিণ থানার এস আই মোহাম্মদ আওয়ালসহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।