বগুড়ার শেরপুর উপজেলায় দিনের বেলায় তালাবদ্ধ একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির ভেতরে ঢুকে নগদ দুই লাখ টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. হযরত আলী।
ভুক্তভোগী হযরত আলী জানান, তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দাড়কিপাড়া এলাকায় বসবাস করেন।
গত ২৩ জুলাই (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টার দিকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি সাতরা যান। যাওয়ার আগে তারা বাসায় তালা দিয়ে যান। পরবর্তীতে বিকেল ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে থাকা আলমারি, ওয়ারড্রোব ও বাক্সের তালা ভেঙে তছনছ করা হয়েছে।
হযরত আলী আরও জানান, চোরেরা আলমারির ড্রয়ারে রাখা নগদ দুই লাখ টাকা, প্রায় সাত ভরি ওজনের স্বর্ণালঙ্কার (যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা) এবং মূল্যবান কিছু কাপড়-চোপড় নিয়ে গেছে।
ঘটনার সময় আশেপাশের প্রতিবেশীরা চিৎকার শুনে এসে উপস্থিত হন এবং পরিস্থিতি প্রত্যক্ষ করেন।
চুরির ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হযরত আলী। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দুপুর ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোর/চোরেরা এই ঘটনা ঘটায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দিন জানান, অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।