গাজীপুর জেলায়, শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নে মাইজপাড়া এলাকায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার ১৯ মার্চ বিকেল তিনটার দিকে উপজেলা বরমী ইউনিয়নে মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোছলেম উদ্দিন (৬৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত তাহের আলী (তাহুর) ছেলে। পরে রাতে স্থানিয়রা মোছলেম উদ্দিনের বাড়িতে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে এবং জনতা ভাংচুর চালায়। শ্রীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে উপস্থিত জনতার কাছ থেকে উদ্ধার করে শ্রীপুর থানার নিয়ে যায়।