গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ফলস ছাদ ধসে রইছ উদ্দিন (৩০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরমী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রইছ উদ্দিন বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এ ঘটনায় বিচারের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ভবন মালিকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে জানা গেছে, বরমী পশ্চিমপাড়া এলাকায় ফাইজু উদ্দিনের মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। দেয়ালের ভেতরে রড ছাড়া ১০-১২ দিন আগে ফলস ছাদ ঢালাই দেওয়া হয়। শনিবার সকালে কাঠের সেন্টারিং খোলার সময় ফলস ছাদ ধসে পড়লে ঘটনাস্থলেই শ্রমিক রইছ উদ্দিন নিহত হন। নির্মাণশ্রমিক মোবারক হোসেন বলেন, গেটের সামনের ফলস ছাদ রড ছাড়া নির্মাণ করা হয়েছে। এভাবে ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে শ্রমিকের জীবন নষ্ট করা হয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। সরেজমিনে গিয়ে দেখা যায়, গেটের সামনে খুঁটি বিহীন বীমের কাজ চলছিল। যা ছিল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এ বাড়িটি নির্মাণে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ছাড়াই কাজ সম্পন্ন করা হয়েছে। কন্ট্রাক্টর ও বাড়ির মালিকের স্বেচ্ছাচারিতার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কন্ট্রাক্টর ফজলুর রহমান বলেন, আমি ও ইঞ্জিনিয়ারের দেওয়া প্লানে বাড়ির মালিক কাজ করেননি। আমরা নিষেধ করার পরও নতুন বাড়ির গেট নির্মাণের সময় পিলার দেওয়ার কথা জানানো হলেও তিনি তা মানেননি। এজন্যই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাড়ির মালিক ফাইজু উদ্দিন বলেন, আমি জরুরি কাজে সকালে ঢাকায় চলে গেছি। বাড়ির বিম ভেঙে শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এখানে আমার কিছুই করার নেই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।