গাজীপুরের শ্রীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসাথে প্রাণ হারিয়েছেন দুই ভায়রা। বদনীভাঙ্গা এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটে এ দুর্ঘটনা। নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের হারুন অর রশিদ (৪০) ও জাকির হোসেন (৪৫)।
সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এই সংঘর্ষ হয়।
জানা গেছে, হারুন ও জাকির মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন কালিয়াকৈরের ফুলবাড়িয়া হাটের দিকে। বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।
দ্রুত উদ্ধার করে তাদের স্থানীয় আল-হেরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অপরজন জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পরিবার হারাল দুইজনকে—একই সম্পর্ক, একই যাত্রা, একই সড়কে শেষ হল জীবন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।