1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৯ জুন ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন দুর্গাপুর সার্কেলের (এএসপি) মোহাম্মদ আক্কাস আলী

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

ভালো পারফরমেন্স ও সাফল্যের সাথে বিভিন্ন ঘটনা প্রতিরোধে স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আক্কাস আলী।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য সিনিয়র এএসপি আক্কাস আলী’র হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে তুলে দেন নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, সাহেব আলী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আক্কাস আলী বলেন, আমার আজকের এ অর্জনে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে পুলিশি কাজে যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব সময় সহযোগিতা করেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। পুলিশি দায়িত্বটা আমি আমার উপর অর্পিত দায়িত্ববোধ থেকেই করে যাচ্ছি। আমি এ ধারা অব্যাহত রাখতে দুর্গাপুর-কলমাকান্দা এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com