1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ৩০ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ভারতে থাকবে যতদিন ততদিন বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না- সার্জিস আলম মির্জাপুর যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিমের স্ত্রী ইয়াবাসহ আটক ঝালকাঠিতে বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে শিক্ষার মানোন্নয়নে ইউএনও স্যারের বিদ্যালয় পরিদর্শন বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়া, জলোচ্ছ্বাসের শঙ্কা ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক বাগাতিপাড়ায় পুলিশের ওপেন হাউজ ডে কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ: ফ্যাসিবাদ নির্মূলে নতুন অধ্যায়ের জল্পনা পলাশবাড়ীতে ৭০ লক্ষ টাকা আত্মসাত এবং উদ্ধারের দাবিতে সংগঠনের সাবেক সেক্রেটারি বিপ্লবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ

সংগঠনের নাম ভাঙিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সংবাদ সম্মেলন

দেবাশীষ মন্ডল আশীষ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো. ইমরান খন্দকারকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সমুদয়কাঠী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার মহিলা পরিষদের ভবনে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নং সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম সহ একাধিক ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো: ইব্রাহিম বলেন, ইমরান খন্দকার ছাত্রদলের পদ ভাঙিয়ে সমুদয়কাঠির বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, রাতের আধারে সুপারি চুরি করে। চুরি, সন্ত্রাস, জমি দখলের পাশাপাশি সে একজন ইয়াবা বিক্রেতা। নিজ দলের বয়োবৃদ্ধদের মারদর করে। সে আওয়ামী লীগের সময় সাবেক এমপি আউয়ালের কর্মী হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এবং সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের হয়ে নির্বাচন করেছে। এখন সে উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়কের দায়িত্ব পেয়েছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর ইমরান শেখ নিজ এলাকায় পিরোজপুর জেলা পরিষদের জমি দখল করে। আবার পরিষদের অন্য একটি জমির গাছপালা কেটে নেয়। পরে জেলা পরিষদ তা উদ্ধার করেছে। ইমরান খন্দকারের চুরির বিষয়ে অভিযোগ করায় সে এলাকার মো. শাহজাহান (৮০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে বেদম মারধর করেছে। এর পূর্বে ঝালকাঠিতে ইয়াবা সহ গ্রেফতার হয়েছিল। এবং কিছু দিন পূর্বে সমুদয়কাঠি ইউনিয়নের কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়ার কাছে চাঁদা দাবি করে। গোলাম কিবরিয়া চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রকাশ্য বেদম মারধর করা হয়। মোটকথা তার এমন কর্মকান্ড এলাকার মানুষ এখন অতিষ্ঠ। তাই দ্রুত উপজেলা ছাত্রদলের পদ থেকে ইমরান খন্দকারকে বহিস্কার করার দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো: মহিদুল ইসলাম বলেন, ইমরান খন্দকার একজন ইয়াবা বিক্রেতা। সে এলাকায় নানা অপকর্ম করে বেড়ায়। তার অন্যায়ে কেহ বাধা দিলে তার উপর হামলা চালায়। সে টাকার বিনিময়ে এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ-কে পূর্নবাসন করার চেষ্টা করছে। তার হাতে ধারাবাহিক এলাকার সাধারন মানুষ সহ দলিয় লোক নির্যাতন হচ্ছে। তাই দলের ভাবমূর্তি রক্ষার্থে দ্রুত পদ থেকে ইমরান খন্দকারকে বহিস্কার করা উচিৎ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমরান খন্দকার বলেন, সব মিথ্যা কথা। আমাকে ফাঁসাতে শত্রুরা মিথ্যা বলছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: তানজীর রশিদ বাপ্পি বলেন, ইমরান খন্দকারের বিরুদ্ধে এখনো কোন অভিযোগ পাইনি। কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com