চার সেন্সাস ইউনিয়ন নসিমপুর ফেরিঘাট এ এক যুবক গাজা সহ আটক করেছে সখিপুর থানার পুলিশ। আটককৃত ব্যাক্তির চর সেন্সাস ইউনিয়নের নসিমপুর এলাকার। সেলিম বালার ছেলে তিনি চাঁদপুর শরীয়তপুর ফেরিঘাটে নৌ পুলিশের বাবুর্চি হিসেবে কর্মরত আছে। আজ ৩০ শে জুন 2025 রাত আনুমানিক ৯টা দিকে। তোর সেন্সাস ইউনিয়নের মাগুন ব্যাপারীর কান্দি। এলাকা থেকে এক কেজি পরিমাণ গাঁজা সহ আটক করেন। সখিপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ ওবায়দুল হক জানান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। ফেরিঘাট থেকে এক যুবক অটো যুগে গাঁজা নিয়ে আসছেন। চর সেন্সাস ইউনিয়নের মাগুন ব্যাপারে এলাকায় আসলে তাকে আটক করে তার বহনকৃত একটি দেখ তল্লাশি চালালে ১ কেজি পরিমাণ। গাঁজা পাওয়া যায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এজাহারমুক্ত করে আদালতে পাঠানো হবে। এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। তার সাথে কে কে আছে মেন হু তাকে গাজা সাপ্লাই দেন