সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্ব হামলার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।