1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান মিজানকে নিয়ে বিতর্কে উত্তাল বাউশিয়া ইউনিয়ন মুন্সিগঞ্জের গজারিয়ায় সরকারি জমি দখলের চেষ্টা, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হুমকির মুখে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই : মেজর (অবঃ) আবদুল মান্নান বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ওষুধ দেওয়ার আগেই বিল প্রদান বগুড়ায় আবারো জোড়া খুন, সাবেক প্রেমিকা বন্যা গুরুতর আহত – ঘাতক সৈকত গ্রেফতার আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ধর্মপাশায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সমন্বয়সভা হাত কড়াসহ পালিয়েছে ফুলগাজীর জাল কবির গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর হামলা ও হত্যার প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

সবুজ পৃথিবী গড়তে কটিয়াদীতে ১১০০ শিক্ষার্থীকে গাছের চারা উপহার

Kamruzzaman Bhuian
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন তৈরি করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল-কলেজ- মাদরাসার শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। স¤প্রতি উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় এসব চারা উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা কৃষি বিভাগ জানায়, গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন তৈরি হয়। তাদের উৎসাহিত করা হয় যে, তারাও একটি গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে।
এর মাধ্যমে একটি টেকসই পৃথিবী গড়ার ভিত্তি স্থাপন করা যায়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের দায়িত্ববোধ এবং সর্বোপরি বৃক্ষরোপণ সম্পর্কে তাদের আরো বেশি উৎসাহিত করতেই তাদের উপহার হিসেবে গাছের চারা দেওয়া হয়। স¤প্রতি পৌরসদরের পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজসহ উপজেলার বিভিন্ন এলাকার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৪০০ টি বিভিন্ন গাছের চারা প্রত্যেককে ৪টি করে উপহার দেওয়া হয়। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব গাছের চারা ওইসব প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়।
ছায়েদাতুন্নেছা নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়। এমনিতে বর্ষা মৌসুমে বসতবাড়ির আশপাশে বিভিন্ন গাছ রোপণ করে থাকি। মাদ্রাসা থেকে বিনা মূল্যে গাছের চারা পেয়ে ভালো লাগছে। নিজ হাতে বাড়িতে নিয়ে গাছের চারাটি রোপণ করব।
ফেকামারা ইসলামী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর ফলে তাদের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং পরিবেশ রক্ষায় তাদেরও যে ভূমিকা রয়েছে, সে বিষয়ে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে কৃষি প্রণোদনার আওতায় তাদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন জাতের গাছের চারা উপহার দেওয়া হয়েছে। আশা করি, এতে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com