জীবিকা নির্বাহের জন্য আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ভাটা শ্রমিকরা ভাটায় কাজ করার উদ্দেশ্যে পটুয়াখালী কুয়াকাটা সুলতানগঞ্জে যায় । জানা যায় তারা সরদারের কাছ থেকে টাকা দাদোন নিয়ে কাজ করতে যায় প্রতিমধ্যে সরদার ,তুহিন ও সরদার ,মোস্তফা ,তাদেরকে ভাটায় রেখে পালিয়ে আসে।
এ খবর জানার সাথে সাথে ভাটা মালিক রেজাউল সমস্ত শ্রমিকদের আটকিয়ে দেয় এবং বলে ভাটা সর্দার ছাড়া কাজ করতে। কিন্তু ভাটা সরদার ছাড়া কাজ করতে নারাজ শ্রমিক। শ্রমিকরা বলতে চায় কাজের সরদার ছাড়া ঠিকমতো কাজের মূল্য বা পারিশ্রমিক ভাতা পাবে না। তাই তারা সারদার ছাড়া কাজ করতে রাজি নয় এ কথা বলতে বাটা মালিক রেজাউল তাদেরকে আটকে রেখে বিভিন্ন পর্যায়ে নির্যাতন দেয়।
এই অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ মাহবুবুল হক (ডাবলু ) কে ফোন করে কান্নাকাটি করে। অবশেষে চেয়ারম্যান সাহেব মোঃ মাহবুবুল হক (ডাবলু) পটুয়াখালীতে যেয়ে তাদের উদ্ধার করে। সকলকে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেন এবং ৩১শে ডিসেম্বর দিনগত রাত্র বারোটা দশ মিনিটে বুধহাটা বাজারে সকল শ্রমিক একত্রিতে পৌঁছান ।