1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আসাদ-সম্পাদক আখতার ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় ফুটবল খেলার উদ্বোধন কালীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক নায়েব আলী’র ইন্তেকাল হিলিতে স্বল্প মূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু। এইবার তেল না থাকায় হতাশ কার্ডধারীরা টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নওগাঁয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ গলাচিপায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত অতিরিক্ত টাকা ছাড়া সেবা দেয় না -জাহিদ কাওছার

সরিষাবাড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৩

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দলীয় কোন্দলের দেড় ধরে আজ রোববার দুপুরে সানাকৈর গোপালের মোড় এলাকায়  বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়।মহাদান ইউনিয়ন বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক লিটন মিয়ার মধ্যে গত আগস্ট থেকে দলীয় বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শনিবার রাতে স্থানীয় সাবেক ইউপি সদস্য ওয়াদুদ মিয়ার  সমর্থক আব্দুল কাইয়ুম  মাটিয়াজানি  গ্রামে ধর্মসভা শুনতে যায়। সভা শুনে বাড়ি ফেরার পথে মাটিয়াজানি এলাকায়  একদল দুর্বৃত্ত তাকে মারধর করে আহত করে আজ রোববার মহাদান ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি হারুন ওর রশিদকে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই  ) মীর্জা মোঃ বদরুল হাসান মুঠোফোন দিয়ে  ফোন করে বলেন, আপনি একটু গোপালের মোড়ে আসেন। ফোন পেয়ে সভাপতি হারুন মিয়া গোপালের মোড়ে আসেন। এ সময় লিটন মিয়া ও সাবেক ইউপি সদস্য ওয়াদুদ মিয়ার সমর্থকরা সভাপতি হারুনকে ঘেরাও করে। পরে এসআই বদরুল হাসানের উপস্থিতিতে হারুনকে এলোপাথাড়ি মাছধর করে আহত করে। এ সময় হারুন মিয়ার ছেলে  সৈকত কেও মাছধর করে আহত করা হয়।পরে হারুন ও ছেলে সৈকতকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সানাকৈর বাজার এলাকায় বিএনপি’র দুই পক্ষের নেতাকর্মীরা সমবেত হতে থাকে। খবর পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হারুন ওর রশিদ বলেন, এসআই বদরুল হাসান আমাকে মোবাইল কল করে গোপালের মোড়ে নিয়ে যান। আমি গোপালের মোড়ে গেলে লিটন ও ওয়াদুদ মেম্বারের সমর্থকরা আমাকে ও আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি  আব্দুল ওয়াহাব বলেন, আমার দুই সমর্থককে ওয়াদুদ মেম্বার ও লিটনের লোকজন কুপিয়ে আহত করেছে।মহাদ ান ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ওয়াদুদ মিয়া বলেন, একটু ধাক্কাধাক্কি হয়েছে।সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মির্জা মোঃ বদরুল হাসান বলেন, আমার সামনে হারুনকে পিটিয়ে আহত করা হয়।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com