জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে ১৬ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। শিপন মিয়ার বিরুদ্ধে থানায় ২০টি মাদক মামলা রয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শিপন মিয়া (৪৬) দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। সরিষাবাড়ী থানা পুলিশ কুপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২ টায় সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান দিয়ে সরিষাবাড়ী বুদ্ধির প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে ১৬ গ্রাম হেরোইন সহ শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে সরিষাবাটি থানার উপ-পরিদর্শক (এস আই) রাশেদুল হাসান বাদী হয়ে শিপন মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মাদক ব্যবসায়ী শিফন মিয়ার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৮ টি ও জামালপুর সদর থানায় দুটি মাদক মামলা রয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, সরিষাবাড়ীর মাদকসম্রাট শিপন মিয়াকে ১৬ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ২০টি মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন মাদকসম্রাট শিপন মিয়াকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে