দেশের বন্যা দূগর্ত মানুষের জন্য গণত্রান সংগ্রহ করার লক্ষ্য নিয়ে অবিরত ছুটে চলছে সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল এবং সরিষাবাড়ি পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট)সকাল থেকে দিনব্যাপী বাউসি উচ্চ বিদ্যালয় ,বারইপটল সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাউসি বাজারসহ বিভিন্ন জনাকীর্ণ জায়গায় সরিষাবাড়ি উপজেলা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য ত্রান সংগ্রহ করে যাচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশের ১১ টি জেলার ৭৪ টি উপজেলা বন্যাপ্লাবিত।এই বন্যায় এখন পর্যন্ত প্রাণহানিসহ মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। যার কারণে বাংলাদেশের সরকারি- বেসরকারি সব পর্যায় থেকে বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ১ হাজার ৯৮ টি সরকারী আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৮২ হাজার ৩০৯ জন মানুষ আশ্রয় নিয়েছে।এখনো হাজার হাজার মানুষ মান-সম্মানের কারণে আশ্রয়কেন্দ্রে না যেতে পেরে অবর্ণনীয় দুঃখ কস্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে। তাদের সহযোগিতার জন্যই গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদল ও ছাত্রদলের এ উদ্যোগ
ত্রাণ সংগ্রহের সময় সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্র দলের নেতাকর্মীরা স্কুলের ছাত্রছাত্রীদের বানভাসি মানুষদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান। ত্রাণ সংগ্রহের নেতৃত্ব প্রদান করেন সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ন – আহবায়ক আরিফুর রহমান আরিফ।এইসময় উপস্থিত ছিল ৬ নং ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি মোঃ শামিম মিয়া (বাচ্চু),পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাসেল ইসলাম, ছাত্রনেতা বাধন,আলামিন, শামিম, সজিব, ফয়সাল, শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী সহ আরো অনেকেই।
এই গণত্রাণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে সরিষাবাড়ি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি দেনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ গুলজার হুসেন এবং অত্র ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার আনোয়ার হোসেন বন্যার্তদের সহযোগীতার জন্য নগদ অর্থ প্রদাণ করেন।সরিষাবাড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা সকল কে বন্যার্তদের পাশে এসে দাডানোর আহ্বান জানান।এছাডাও সরিষাবাড়ি আর ডি এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রজব আলি স্যার দৈনিক দেশ বুলেটিনকে জানান সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের এই কর্মসূচী কে সফল করার লক্ষ্যে আমাদের সকলকে এই মহান কাজে শরিক হতে হবে।