গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ২টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক মোঃ শাহ আলম সরকার এবং সঞ্চালনা করেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন—
পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার, সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা মোঃ ফেরদাউছ মিয়া, সাইদুর রহমান মাস্টার, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মোঃ মশফিকুর রহমান মিলটন, প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক করতোয়া প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বৈশাখী টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সোনালী কণ্ঠ প্রতিনিধি সাগর সরকার মিনুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিকদের এ মানববন্ধনে সংহতি জানান পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ এবং পলাশবাড়ী পৌর জানায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন প্রমুখ।