গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ প্রশাসনিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোঃ অনিক ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, প্রাণিসম্পদ কর্মকর্তা, পরিবেশ কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ইভটিজিং প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। সকলের সহযোগিতায় একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলাই সভার মূল লক্ষ্য।