ঢাকার সাভারে ধারালো সুইচ গিয়ার চাকুসহ মোঃ বিজয় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাতে বিপিএটিসি স্কুল গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাভার মডেল থানার এসআই মোঃ ইমরান হোসেন (রোমিও-১) ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিপিএটিসি স্কুল গেটের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন মোঃ বিজয়। তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ১০ ইঞ্চি লম্বা একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ বিজয় (১৯), পিতা- মোঃ শামসুল, মাতা- মোছাঃ রেশমা বেগম, সাং- আড়াজি চালুনিয়া, থানা- পীরগাছা, জেলা- রংপুর। বর্তমানে তিনি সাভারের ভাগলপুর এলাকায় (চাঁন টাওয়ার, জনৈক হাজির বাড়ির ভাড়াটিয়া) বসবাস করে আসছিলেন।
অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19(f) ধারায় মামলা রুজু করা হয়েছে।
সাভার মডেল থানার এসআই মোঃ ইমরান হোসেন বলেন,
“অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ বিজয়কে ধারালো অস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সাম্প্রতিক সময়ে সাভার ও আশপাশের এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ বেড়েছে। পুলিশ জানায়, যুব সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন,
“রাতে আমরা রাস্তায় বের হতে ভয় পাই। পুলিশ এভাবে অভিযান চালালে এলাকায় নিরাপত্তা বাড়বে।”
ঢাকা জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন,
“জননিরাপত্তা রক্ষায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো মূল্যে অস্ত্রধারীদের আইনের আওতায় আনা হবে।”
সাভারে ধারালো সুইচ গিয়ার চাকুসহ মোঃ বিজয়ের গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। তবে স্থানীয়রা আশা করছেন, পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার হবে যাতে অপরাধীরা আতঙ্ক সৃষ্টি করতে না পারে।