সারা বাংলা ৮৮ ব্যাচ এর পুর্নমিলন অনুষ্ঠিত হয় গতকাল রোজ শনিবার আলমডাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলে।এ সময় উপস্থিত ছিলেন ৮৮ বন্ধু চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুজ্জামান শরীফ, মিজানুর রহমান মিজান, মো : এটোম, মো: শিরন, মো: নাছিম মিয়া, মো: মিন্টু মিয়া, আলতাফ হোসেন, হাবিবুল করিম চন্চল সহ ২ শতাধিক বন্ধু।মিলন মেলা একপর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দরিদ্র বন্ধু দের বিভিন্ন সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ নিয়ে আলোচনা সভা ও কেক কাটা উপহার বিতরন অত্রপর আনান্দ র্্যালি মাধ্যমে তারা দিন টি পার করেন।এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ উজ্জামান শরিফ।