1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া গাবতলীর স্কুল ছাত্র সিফাত হত্যার মূল হোতা গ্রেফতার রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে সরকারীভাবে নিষেধাজ্ঞা জারীকরণ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষীপুরে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় ১৬ জন গ্রেপ্তার ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফা দাবিতে অনড় ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার জেটের রাজবাড়ী জেলার সদস্য সচিব: ইন্জি: আব্দুল্লাহ অভি ঢাকা জাতীয় প্রেসক্লাব আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন কয়রায় রেকর্ডীয় সম্পত্তি দখল: পুলিশের প্রতিবেদন সত্ত্বেও হুমকির মুখে ভুক্তভোগী কৃষি অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে হারভেস্টারে ধান কর্তনে অতিরিক্ত টাকা আদায়

সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে যশোরে বিএনপির দুজন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা এবং চাঁচড়া ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল হালিম। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে করিচা গ্রামের একটি বাড়িতে হামলা চালিয়ে ঘরসহ সকল স্থাপনা মাটির সাথে গুড়িয়ে দেন গোলাম মোস্তফা, হালিমের অনুসারীরা। শনিবার (১৯ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকায় গোলাম মোস্তাফাকে যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে চাঁচড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিমকে ওয়ার্ডের সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো-বলেছেন দেলোয়ার হোসেন খোকন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে দলের কোনো কার্যক্রমে তাদেরকে (বহিস্কৃতদের) অংশ গ্রহণ করতে না দেওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হলো। এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সংবাদ মাধ্যমকে বলেছেন, দলের নেতা কর্মীদের ১৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। যা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ইউনিয়নের করিচিয়া গ্রামের মালেকা বেগম নামে একজনের বাড়ি বৃহস্পতিবার রাতে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বহিষ্কৃত ওই দুই নেতাসহ তাদের অনুসারীরা। যা সম্পূর্ণরূপে দলের নীতি ও আদর্শ পরিপন্থি এবং রাজনৈতিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ। তাদের এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে চরমভাবে ভুলুন্ঠিত করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে কারণে গোলাম মোস্তফা এবং আব্দুল হালিমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে করিচিয়া গ্রামের শাকির আহমেদ বলেন, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে শাহাদতের ছেলে ফজরসহ তিন ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিমের নির্দেশে তাদের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের তিনটি বাড়ি-ঘরসহ সকল স্থাপনা মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছেন। যশোর কোতেয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, বিষয়টি নিয়ে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত শাকের আহমেদ। আসামিদের আটকে অভিযান চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com