সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাহকের ৬ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে রুপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সপ্তাহিক কিস্তির সঞ্চয়ের পাঁচ কোটি টাকা আদায় করে। পরবর্তীতে গ্রাহকেরা তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে রূপসী বাংলা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋনদান সমবায় লিমিটেড বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের অফিস বন্ধ করে দিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়। গ্রাহকরা জানায় বাবলা পাড়া গ্রামের আল-আমীন, মান্নান,, জাহাঙ্গীর হোসেন, মালেক, হাসান, মিজান, রুপসী বাংলা মালিক। । এদের বিরুদ্ধে গ্রাহকেরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছে । অনেক গ্রাহক থানায় মামলা ও করেছে । এরা সবাই পলাতক রয়েছে।