সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ গেটের প্রধান ফটকের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরকারি আকবর আলী কলেজের প্রধান ফটক হতে গুলিস্থান চত্ত্বর পর্যন্ত ১৮,০০,০০০ (আঠারো লাখ) টাকা ব্যয়ে ফুটপাত নির্মান ও সৌন্দর্য বর্ন্ধন কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভুইয়া, নির্বাহী প্রকৌশলী মোঃ সাফিউল কবীর, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।