1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অটো রিক্সায় মাইক্রোবাস চাপা, নিহত ৫

মোঃ জুয়েল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৪৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস চাপায় সিএনজি চালিত অটো রিক্সার যাত্রী ও চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল করিম জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রক্ষবয়রা গ্রামের বাসিন্দা অটো রিক্সাচালক রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। কামারখন্দ থানার ওসি জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী যাচ্ছিল একটি সিএনজি চালিত অটো রিক্সা।

সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্র ঘাট এলাকায় এসিআই মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরো চারজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com