বিস্তারিত :সিলেট এর বালাগঞ্জ থেকে শেরপুর এর কুশিয়ারা ডাইকের রাস্তাটি গত দুই বছর আগে পাকাকরণের কাজ শেষ হয়।রাস্তাটি নিচুতে থাকার কারণে ভাটি এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শেরপুর বাজারে গিয়ে শেষ হয়ে সিলেট টু ঢাকা মহাসড়কে সংযুক্ত হয়ে মিলিত হয়।বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ার কারণে ভোগান্তির স্বীকার হতে হয় এলাকাবাসীকে।আজ পুনরায় ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন এর ফাজিলপুর গ্রামের মধ্যে অবস্থিত সেতু ও রাস্তা ভেঙ্গে পড়ে।ভেঙ্গে যাওয়া সেতু ও রাস্তার কয়েক কিলোমিটার সামনে প্রেম বাজারে ইউনিয়ন পরিষদ ও শেরপুর বাজার অবস্থিত।সেতু ও রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসী পায়ে হেঁটে ইউনিয়ন পরিষদে এবং শেরপুর বাজারে যাতায়াত করতেছেন।সাধারণ জনতা আমাদের কাছে বলেন এই প্রচন্ড গরমের মধ্যে তাদের কে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে।তারা বলেন কখন এই ভোগান্তি থেকে আমরা মুক্তি পাবো।গতকাল থেকে বিদ্যুৎ নেই ফাজিলপুর গ্রামে।কারণ বিদ্যুৎ এর একটি খুটি সেতুর পাশে থাকায় দূরগঠনা এড়ানোর জন্য খুঁটি তোলে ফেলা হয়।গঠনাস্থল পরিদর্শন করতে আসেন ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব শিহাব আহমেদ।তিনি বলেন খুব দ্রুত এই ব্রিজটি মেরামতের জন্য চেষ্টা করা হবে বলে জানান এলাকাবাসী কে ।গত কয়েক দিন আগে গণনাস্থল পরিদর্শন করতে আসেন ডিসি অফিসার (সিলেট) এবং বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত চন্দ্র।তাহারা ঔ দিনে রাস্তার ফাটল দেখে বুঝতে পারেন সেতুটি ভেঙ্গে পড়তে পারে পরে তাহারা এলাকার মানুষ কে সতর্ক বাণী দিয়ে বলেন।সবাই যেন দূরগঠনার কবলে না পড়েন।এবং আরও বলেন খুব দ্রুত এই কুশিয়ারা ডাইকের রাস্তাটি পুনরায় মেরামত এর কাজ শেষ হবে।এবং এই সেতুটি ও পুনরায় মেরামত করা হবে বলে বিদায় নেন সবার কাছ থেকে।