গত বছর ২০২৪ ভারতের বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশের ফেনী জেলা।পশুরাম বন্যায় ক্ষতি গ্রস্ত হওয়া মুহুরী, কহুয়া,সিলনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত ২৫ টি স্হানে মেরামত করা হয়নি।বহু স্হানের বেড়িবাঁধে ভয়াবহ অবস্থা। এর মধ্যে কিছু সংখ্যক বেড়িবাঁধ একেবারেই দায়সারা ভাবে নির্মাণ করা হয়েছে।এতে করে চলিত বছর বর্ষার মৌসুমে বেড়িবাঁধ গুলো বৃষ্টির পানিতে ভাঙ্গার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।এতে করে বিপাকে পড়বে পশুরাম,সিলনিয়া,ফুলগাজী,মুন্সি