সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে শহীদ মিনারের সামনে সড়কের ফুটপাত দখল নিয়ে (২৭জুন) শুক্রবার বিকেলে মারামারিতে ৩ জন চুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছে। আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন শহীদ মিনারের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন মুক্তিযুদ্ধার সন্তান সুহেল ও রুহেল নামের দুই সহোদর। কিছুদিন ধরে সুহেল ও রুহেলের অনুপস্থিতিতে ফুটপাত দখল করে ফলের ব্যবসা করছিলেন আল আমিন নামের একজন। এ নিয়ে আল আমিনের সাথে সুহেল -রুহেলের ফুটপাতের বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি হয় বৃহস্পতিবার রাতে। এর জেরে শুক্রবার বিকেলে ট্রাফিক পয়েন্টে আল আমিনের দুই ভাই ঈসমাইল ও বিল্লালের সাথে সুহেলের মারামারি হয়। এক পর্যায়ে দুই পক্ষ চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে আশপাশের মানুষ তাদেরকে নিবৃত্ত করে সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের ২ জনকে সিলেটে পাঠানো হয়। এর মধ্যে ইসমাইলের অবস্থা গুরুতর।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের লোক আহত অবস্থায় সিলেটে চিকিৎসাধীন। আমরা সিলেটের ওসমানী হাসপাতালে আহতদের খোঁজ খবর রাখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।