গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। ২২ মে বৃহস্পতিবার সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবারের কাপাসিয়া ইউনিয়নে ২ হাজার ১শত ৮জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০কেজি করে বিতরনের জন্য ২১.০৮ মেট্রিক টন চাল সরকার বরাদ্দ দেয়। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মণের উপস্থিতিতে উক্ত বরাদ্দকৃত চাল ভোটার আইডি কার্ড অনুযায়ী বিতরণ করতে থাকেন সংশ্লিষ্টরা। বিতরণ কার্যক্রম করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মুকুল চন্দ্র বর্মণ, কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মঞ্জু মিয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফরহাদ হোসেন মন্ডল,সাংবাদিক শহিদুল ইসলাম আকন্দ,খায়রুল আলম ও , ইউ পি সদস্য গনসহ প্রমুখ।