গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের খামার ধুবনি গ্রামের মোজাম্মেল হক নয়ার স্ত্রী মমেনা বেগম থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় আসামি রেজাউল করিম এর ছেলে সাজ্জাদ হোসেন, মৃত হাফেজ উদ্ভিদের ছেলে জহুরুল হক, জহুরুল হকের ছেলে হারুন অর রশিদ, আব্দুল সালাম এর ছেলে আলামিন মিয়া, মৃত দুলামিয়ার ছেলে আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন, সকলের সাং- শান্তিরাম উপজেলা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধাদ্বয় আসামিগণ দীর্ঘদিন হতে বিবিধ বিষয় নিয়ে আমাদের সাথে বিরোধ সৃষ্টি করে আমাদেরকে মারপিট করার ও বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসতে থাকে। গত ০৭-০৭-২০২৫ ইং তারিখে আসামিগন পরিকল্পিতভাবে আরো ৩-৪ জন অজ্ঞাতনামা আসামিসহ বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোটা নিয়ে অনুমান রাত্রি আট ঘটিকার সময় আমার বাড়ির বাউন্ডারি টিনের বেড়া ও টিনের গেট ভাঙচুর করে। বাড়িতে অনাধিকার প্রবেশ করে আসামি জহুরুল হক হুকুম দিলে আসামিরা পশ্চিম দুয়ারী বিল্ডিং শয়ন কক্ষে প্রবেশ করে একটি ড্রেসিং টেবিল ও একটি শোকেস ভাঙচুর করে ক্ষতিসাধন করে। ঐ সময় আমি ও আমার পুত্রবধূ নূর হওয়া বেগম আসামিদেরকে বাধা প্রদান করলে আসামি সাজ্জাদ, জহুরুল, হারুন অর রশিদ, ও আলামিন আমাকে এলো পাথরি কিল ঘুষি দিয়ে আহত করে। আসামিগণ আমার পরনে থাকা শাড়ি কাপড় টানাহেচড়া করে আমার শ্লীলতাহানি ঘটায়। আসামি সাজ্জাদ হাসান আমার গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেয়। আসামি জহুরুল হক শোকেস ও ড্রয়ারে থাকা আমার ছেলের ব্যবসা তহবিল দুই লক্ষ টাকা বের করে নিয়ে যাওয়ার সময় আসামিগন আমাদেরকে মারপিট করার ও প্রাণনাশ করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।