গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত আঃ করিমের ছেলে রেজাউল করিম গাছ কাটা ও ভাংচুরের বিষয়ে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মৃত সমশের আলীর ছেলে আঃ কাদের মোনা,মৃত ছোট খাকার ছেলে ফজলুল হক, ফজলুল হকের ছেলে ফিরোজ মিয়া, আঃ কাদের মোনার ছেলে সোবাহান আলী, আঃ কাদের মোনার স্ত্রী ছাবিরান,মৃত সমশের আলীর ছেলে বড় খোকা,সর্ব সাং বাজার পাড়া, সুন্দরগঞ্জ গাইবান্ধাদ্বয় গত ২৮ / ৭/২৫ তারিখে আনুমানিক সময় রাত্রি ১ঃ ৩০ ঘটিকার সময় বিবাদী গন রাতের আঁধারে ইউক্লিপটাস ৬৫০ টি গাছ ভাংচুর ও কর্তন করেন। বাদির ৩ একর ১৫ শতক জমি নিজ দখলে থাকায় বিবাদী গন সব সময় তফসিল বর্নীত জমি জোর পূর্বক দখল করার হুমকি দিয়ে আসিতে থাকে। এবং আমি আমার জমিতে গেলে উক্ত বিবাদী গন আমাকে হত্যার উদ্দেশ্যে বাসের লাঠি দেশিয় অস্ত্র সোরা দা নিয়ে মারপিট করার ও প্রান নাশ করার ভয় ভীতি প্রদান করেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।