নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়নে দুইশত শীতার্ত গরীব ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর রোজ রোববার বেল এগারটায় বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কম্বল বিতরণ করা হয়েছে।সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু সাইদ উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, সহ ইউনিয়ন পরিষদেরঅন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দুই শত শীর্তার্ত গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে মাঝে নতুন কম্বল তুলে দেওয়া হয়।সৈয়দপুর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে বিতরণের জন্য মাত্র আড়াই শত কম্বল বরাদ্দ মিলেছে তার মধ্যে ৫০ টি কমল ১৭ ডিসেম্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিতরণ করা হয়। বিতরণকৃত কম্বলের পরিমাণ প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।