1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া হত্যা মামলায় ডাকাত দলের সক্রিয় তিন সদস্য গ্রেফতার অনিয়ম করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে -ফরিদপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রায়পুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ওয়েবসাইট ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত শ্রেষ্ঠত্বের দৌড়ে সাতক্ষীরার সেরা ৬ নাম্বার নলতা ইউনিয়ন পরিষদ লালমনিরহাট জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না; রিজভী আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের কার্যালয় কক্সবাজারে বিশেষ অভিযানে নারী-পুরুষসহ গ্রেফতার ৭ এমন কোনো মানুষ নেই যে এসডিজি লক্ষ্যমাত্রার বাইরে-বিভাগীয় কমিশনার রায়পুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ওয়েবসাইট ব্যবহারের উপর কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুরে ছাত্রদলের বিক্ষোভ

Golam Rabbi
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মিটফোর্ডে হত্যা কান্ড বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্বাদের হত্যাকাণ্ডে বিচারের দাবিতে সৈয়দপুরের ছাত্রদলের বিক্ষোভ।

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের শহীদ ডা. জিকরুল সড়কে অবস্থিত বিএনপির রাজনৈতিক জেলা কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি।

বক্তারা বলেন, “সম্প্রতি মিটফোর্ড হাসপাতালে হত্যাকাণ্ডের ঘটনা যেভাবে প্রকাশ্যে ঘটিয়ে উল্লাস করা হয়েছে, তা দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি গুপ্ত সংগঠন কর্তৃক দীর্ঘদিন ধরে মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টের জন্য সরকারই দায়ী।”

তারা আরও বলেন, “সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমাণিক, এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা শওকত হায়াত শাহসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com