ফেনীর সোনাগাজীর ওলামা বাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক মো. আবদুল্লাহ মাসুদকে প্রাণ নাশের অভিযোগ ওঠেছে। তিনি অভিযোগ করেন পুরাতন সওদাগর হাট এলাকার বখাটে মো. শামীম হোসেন তাকে প্রকাশ্য দিবালোকে এবং মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন। এ ঘটনায় তিনি জানমালের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন তার পিতার রেখে যাওয়া জমির মালিক দখলকার থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা ২০২১ সালে সাফকবলা মূলে বিক্রি করেন। উক্ত জমিতে দাদার হকদার দাবি করে শামীম তার সঙ্গে অহেতুক ভেজাল সৃষ্টি করেন। সে একজন জৃলুমবাজ ও হাঙ্গমা সৃষ্টিকারী। শামীম তার চাচাতো ভাই হলেও তাদের সঙ্গে জমির মালিকানা নিয়ে কোন বিরোধ নাই। দুটি পরিবার আলাদা দুটি বাড়িতে বসবাস করছেন। ব্যবসায়ী মাসুদ আরোও বলেন, জমির মালিকানা নিয়ে শামীমের কোন কাগজপত্র থাকলে সামাজিকভাবে অথবা আইনের আশ্রয়ে যেতে বললে সে সামাজিক বিচার আচার ও আইন কানুনের কোন তোয়াক্কা করেননা। তিনি গায়ের জোরে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে জানমালের ক্ষতিসাধন করার অপচেষ্টা করছেন। ইতোমধ্যে শামীম একাধিকবার তার দোকানে এবং তার ওপরে হামলা করেছে। তিনি জানমালের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।