ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামি আজিজিয়া মাদরাসা-এর প্রতিষ্ঠাতা মাওলানা বজলুর রহমান (রহঃ)-এর ছেলে জনাব সোলতান আহমদের মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদ। অত্র মাদরাসা মসজিদের ২য় তলায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে পরিষদের পক্ষ থেকে ৩৬ হাজার টাকার আর্থিক সহায়তা জনাব সোলতান আহমদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার মহাপরিচালক ও পরিষদের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা রুহুল আমিন, ছাত্র পরিষদের সেক্রেটারি মাওলানা সৈয়দ হাবিব উল্লাহ বেলালী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল আলম পাটোয়ারী, সহ-সভাপতি মাওলানা আবু তৈয়ব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়েজ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী মিজান সিরাজ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান আজহারী, ছাত্র কল্যাণ সম্পাদক মাওলানা রহমত উল্লাহ জোবায়ের এবং মাওলানা মাহমুদুল সাহান। সহায়তা প্রদানের সময় বক্তারা বলেন, অসুস্থ মেয়েটাকে দ্রুত আরোগ্য কামনা করে তারা আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।