1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের ২৪‘র চেতনায় বিশ্বাসীদের নিয়ে কুড়িগ্রামের ডিসি নুসরাত সুলতানা গড়ে তুলেছেন ঐক্যতান স্বামী হত্যার বিচার চেয়ে কয়রায় স্ত্রীর আকুল মিনতি: দীর্ঘ অপেক্ষার পরও ন্যায়বিচার অধরা নোয়াখালী সদর হাসপাতালে রুগিদের সেবা নামে চলছে ব্যাবসা ঝিনাইদ‌হে ৮৪০ টাকার জন্য কিল ঘু‌ষি‌তে মুদি দোকানি কে হত্যা বেরোবিতে বর্ষবরণে এমআইএস বিভাগ প্রথম স্থান র‍্যালিতে, দ্বিতীয় স্থান সাজসজ্জায় কাজিরহাট থানায় গভীর রাতে (স.মিলে) করাত কলে দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয় ঈশ্বরদীতে আট দফা দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ডিপ্লোমা শিক্ষার্থীরা জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ ২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিরাজগঞ্জ দরগা রোডে পৌর আইন লঙ্ঘন করে ৮ তলা ভবন নির্মাণ

স্বপনের নির্দেশনা ও বাবুলের সম্মতিতে খাঁজনা মুক্ত হল সরিকল বন্দরের

কে এম সোহেব জুয়েল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ঐতিহ্যেবাহী সরিকল বন্দর দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পালা বদলে ১৫ এপ্রিল মঙ্গলবার সরিকল হাটের ইজারার প্রথম দিনে হাটে বেচাকেনা করতে আসা শতশত মানুষের মাঝে মাইকে ঘোষনা দিয়ে হাটের খাজনা মুক্ত করায় মানুষের মাঝে ব্যাপক স্বস্তি ফিরে আসার দৃশ্য লক্ষ করা গেছে। সুত্র মতে ৬ মার্চ নুতন বছর -২০২৫ ইজারার জন্য সরকারি নিয়ম মাফিক ৫ লক্ষ ২৫ হাজার টাকা ঘোষনায় সরিকল বন্দরের ইজারার দরপত্র বিক্রয়ের দিন তারিখ ধার্য করা হলে তারি ধারাবাহিকতায় ১৩ টি ফরম বিক্রয় করেন গৌরনদী উপজেলা প্রশাসন এমনটিই জানিয়েছেন হাটের ইজারা প্রাপ্তি মেঃ বাবুল হাওলাদার। সে মতে উপজেলা প্রশাসনের বিধিমালা অনুযায়ী ৬ মার্চ ২০২৫ ইং ড্রপিং এর ধার্য তারিখে সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মিলন ৬ লক্ষ ৫ হাজার টাকায় ডাক নিতে ইচ্ছে পোষন করে টেন্ডার ড্রপ করেন। অপর দিকে বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মৃত জয়নাল আবেদীন হাওলাদারের পুত্র বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ – সভাপতি মোঃ বাবুল হাওলাদার ৬ লক্ষ ৫ হাজার টাকায় হাট নেয়ার ইচ্ছে পোষন করে টেন্ডার ড্রপ করে বিজয়ি হন। পরোক্ষনে হাটের ইজারার ভাগাভাগি নিয়ে নিজদের মধ্যে নানান জটিলতা দেখা দিলে এ নিয়ে একাধিকবার বসে কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে বরিশাল – ১ গৌরনদী – আগৈলঝাড়া আসন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের একাধিক প্রচেষ্টা ও নির্দেশনাকে মান্য করে ইজারা মালিক মোঃ বাবুল হাওলাদারে গরু, ছাগল ও মাছের বাজার ছারা ঁঅন্যত্র ভোগ না করার শর্তে এক মত পোষন করে বাকি পন্য দ্রব্যকে উম্মুক্ত করে মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ইং উপস্থিত হাটে বেচাকেনা করতে আসা শতশত মানুষের মাঝে মাইকে ঘোষনা দিয়ে খাজনা মুক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com