ফেনী জেলা গোয়েন্দা শাখা( ডিবি) এর অভিযানে ফেনীর ফুলগাজীর স্বর্ণ দোকানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র উদ্ধার, ১৪ মামলার আসামী সহ গ্রেফতার ২ জন।
২৮/৫/২০২৫ ইং ফেনী জেলার পুলিশ সুপার,জনাব হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষনিক নির্দশনায় অতি:পুলিশ সুপার ( ডিএসবি)জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের তত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (ডবি) র অফির্সার ইন চার্জ মর্ম র্সিংহ ত্রিপুরাএর প্রত্যক্ষ তদারকিতে ফেনী জেলা গোয়েন্দা শাখা ডবি র বিশেষ অভিযানিক দল এসআই মোহাম্মদ রেজোয়ানুলের নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোহাম্মদ শাহাদাত হোসেন, এএসআই আবদুস সালান ক ২৫৫ দেওয়ার গণ অভিযসন করে ফুলগাজী থানাধীন ২ নং ইউপিস্হ ৫ নং ওয়াড স্বর্ণপট্রি সংলগ্ন নতুন ব্রীজের উপর ১১/ ১২ জনের ডাকাত দল অস্ত্র শস্ত্র নিয়স স্বর্ণ পট্রির স্বর্ণের দোকান ডাকাতি করার উদ্দেশ্য সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতি সময় রাত ১: ৩০ ঘটিকায় আসামী ১। মোহাম্মদ সোহেল,৩০ পিতা মৃত ইদ্রিস প্রকাশ সোনা মিয়া,মাতা জরিনা বেগম,গ্রাম ইষ্টগ্রাম( মোল্লা হাজির বাডি) উপজেলা, থানা দেবিদ্বার,জেলা কুমিল্লা, ২। মোহাম্মদ ফারবেজ ২৭ পিতা মৃত মানিক মিয়স, মাতা তাহের বেগম।সাং কামেল্লা সাবের আলির বাডি ( কামেল্লা হাই স্কুলের সামনে,ডাকঘর, কামেল্লা উপজেলা,থানা, মুরাূনগর,জেলা, কুমিল্লা।বাংলাদেশ বর্তমানে গ্রাম নতুন ব্রীজ ময়দার মিল ১৯ নং ওয়াড, ইউসুফের স্কুল এর মাঠের পাশে মোমবাতি কলোনী, সিদ্দিক ভান্ডারীর বাসা, থানা বসকলিয়া জেলা চট্টগ্রাম ূের গ্রেফতার করে। বাকিরা পালাইয়স যায়।আসামীদের হেফাজত থেকে লোহার তৈরী একটি ছোরা, যাহাতে কাঠের বাট সংযুক্ত। বাটসহ অনুমান লম্বা ২১ ইঞ্চি এক পাশ ধারালো সমের মাথা খোলা অবস্থায় বাটসহ ধারালো অংশের ধৈর্ঘ্য অনুমান ১০ ইঞ্চি ০৩ একটি চাপাতি যাহা বাটসহ ধারালো অংশের দৈর্ঘ্য ১০ ৫ ইঞ্চি উদ্ধার হয়।আসামীদের সোহেলের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন অপরাদ অস্ত্র, ডাকিত,স্বর্ণে দোকান চুরির ১৪ টি মামলার তথ্য পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রজ্রিয়সধীন।