স্বামী স্ত্রী বেশে যাত্রী সেজে এক চালককে চেতনা নাশক ওষুধ খাইয়ে ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে দুষ্ট চক্র। যশোরের আরবপুর মোড় থেকে ভাড়া করে বাঘারপাড়ার চাড়াভিটা এলাকায় নিয়ে ইজিবাইকটি কৌশলে নিয়ে গেছে চক্রটি। স্থানীয়রা ভূক্তভোগী ইজিবাইক চালককে উদ্ধার করেন।
এছাড়া ইজিবাইক মালিক এ ঘটনায় যশোর কেতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার ডিবিতে অভিযোগ করেছেন। ডিবির একটি টিম ওই চক্রটির খোঁজখবর নিচ্ছে।
থানায় দেয়া অভিযোগে বলা হয়েছে, আরবপুরের আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেনের একটি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন একই এলাকার বাবু হোসেনের ছেলে বিপ্লব হোসেন। বাইরে হলুদ এবং ভেতরে কালো রঙের এই ইজিবাইকে যাত্রী সেজে ওঠে একজন পুরুষ ও একজন নারী। তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেন। গত ১০ জুলাই বেলা সাড়ে ১২ টায় তারা চালক বিপ্লবকে জানায় বাঘারপাড়ায় যাবে। স্বামী স্ত্রী সেজে বাইকে ওঠা ওই দুজন পথিমধ্যে আরো একজনকে ওঠান। আর চাড়াভিটা এলাকায় গিয়ে চালক বিপ্লবকে জুসে চেতনাশক ওষুধ মিশিয়ে খেতে দেয়। এরপর অচেতন করে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে চম্পট দেয় চক্রটি। ইজিবাইকটির বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
ইজিবাইক মালিক রাব্বি হোসেন জানিয়েছেন, খুব কষ্ট করে বাইকটি কিনেছিলেন। ভাড়া খাটিয়ে সংসার চলছিল। আর দুর্বৃত্ত চক্র অপকৌশলে বাইকটি ভাড়ায় নিয়ে ছিনিয়ে নিয়েছে। তিনি এ ব্যাপারে জোরালো পুলিশি হস্তক্ষেপ চেয়েছেন।
চালক বিপ্লব জানিয়েছেন, দুষ্টু চক্রটি চাড়াভিটা এলাকার হতে পারে। জুসে চেতনা নাশক মিশিয়ে দেয়ায় বেসামাল অবস্থায় চাড়াভিটা বাজারে পড়ে যান তিনি। পরে অজ্ঞান হয়ে পড়েন।
এ ব্যাপারে যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। ওই ইজিবাইকটির ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন। ওই অজ্ঞান পার্টি চক্রকে আটকের চেষ্টা চলছে