হঠাৎ করে নাটোর জেলার সিংড়া উপজেলায় হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে চলছে।এতে ক্ষতির মুখে দাঁড়িয়েছে আঁখ চাষিরা।বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে নাটোর জেলায় আখ চাষের পরিমাণ বেশি হয়ে থাকে। অর্থাৎ নাটোর জেলা উত্তরবঙ্গের মধ্যে আঁখ চাষের জন্য বিখ্যাত।
এখানে দেশি আঁখ চাষের পাশাপাশি, চাষ হয়ে থাকে অনেক উন্নত জাতের আখও।উন্নত জাতের আখের মধ্যে রয়েছে রংবিলাস, ভুরি,সাতাশ, ফিলিপাইন, মিসরি দানা, ইত্যাদি।তবে কয়েক বছর ধরে কৃষকদের উন্নত জাতের আঁখ চাষের দিকে বেশি আগ্রহী দেখা যায়।তবে গতদিন বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে, কৃষকের আঁখের জমি ক্ষতির দিকে।
অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে উন্নত জাতের এই আঁখগুলো মাটিতে লুটে পরে যাচ্ছে। এছাড়া ভেঙ্গে পড়ে যাচ্ছে অনেক আঁখ।যা বিক্রির অনুপযোগী হয়ে পড়ছে। এমন ভাবে চলতে থাকলে আঁখ চাষীদের গুনতে হবে লোকসান।তবে উল্লেখযোগ্য বৃষ্টির ফলে আঁখ চাষীদের বীজতলাও ক্ষতির দিকে।