৭ ই জানুয়ারী রোজ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন, ১২৭ পিরোজপুর ১ আসনে, সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা প্রযন্ত ভোট গ্রহন করা হয়, ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গননা, পিরোজপুর ১ আসনে মোট প্রার্থীর সংখা ৪ জন,
১) এ কে এ এম আউয়াল সাহেব,,,, ঈগল প্রতীক নিয়ে, মোট ভোট পেয়েছেন, ৭৫৪৮৭ টি।
২) শ ম রেজাউল করিম সাহেব, নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন,,,, ৮৫৪১০ টি
৩)মোঃ ইয়ার হোসেন রিপন,, সোনালী আশ প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন,, ৮২৪ টি।
৪) মোঃ নজরুল ইসলাম,, লাঙ্গল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন, ১২৩৬ টি।
পিরোজপুর ১ আসনে ৮৫৪১০ ভোট পেয়ে ৯৯২৩ ভোটের ব্যাবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী,, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী,, জনাব শ ম রেজাউল করিম এ ম পি। বেসরকারি ভাবে ফলাফল ঘোসনার পর, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কোন বিজয় মিছিল দিতে নিষেধ করেন, শ ম রেজাউল করিম। তিনি পিরোজপুর ১ আসনের সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে পিরোজ পুর ২ আসনে শিষ্যের কাছে গুরুর বিশাল পরাজয়, বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হলেন, ঈগল প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া মহিউদ্দিন মহারাজ সাহেব।
পিরোজ পুর ৩ আসনে বিজয়ী হয়েছেন, কলার ছড়ি প্রতীক নিয়ে, শামীম শাহ নেওয়াজ।