বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল নয়টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন কর্তৃক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপরে মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার বক্তব্য প্রদান করেন। এসময় সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন, কোস্টগার্ডের সিসি, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, সদস্য সচিব এড.দেওয়ান মনির হোসাইন, ইসলামী আন্দোলনের সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ , উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, যুবদলের সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, ৯০ দশকের জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি জহিরুল হক নবু, সিনিয়র সহ সভাপতি শাহজাহান রেজা, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন প্যাদা, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান আদিল, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা হেলিপ্যাডে তিন দিনব্যাপী বিজয়মেলা উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।,