দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ইফতার পুর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চয়ালি বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। এ সময় ইফতার মাহফিলে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক, মজিদের ইমাম ও সাংবাদিকসহ সূধীজনরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্প, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোক, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।