দিনাজপুরের হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। তবে এবারে তেল না পাওয়ায় ক্ষুব্ধ এসব ফ্যামিলি কার্ডধারীরা।আজ রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী ইন্জিনিয়ার আজমীর শেখ ও টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ।টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ মিনারা বেগম বলেন,বাজারে সব জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছেএমন সময়ে স্বল্প মূল্য এসব টিসিবির পণ্য পেয়ে আমরা খুবই খুশি। তবে এবারে তেল না পাওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ।হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, সরকারি নির্দেশনা মোতাবেক এ উপজেলায় ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এবার ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল ২৭০ টাকা প্যাকেজ দেওয়া হচ্ছে।ফ্যামিলি কার্ডধারীরা পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি পয়েন্ট থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।