কুমিল্লার হোমনায় প্রাইভেটকারের ব্যাকডালা থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩০) কে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গতো রবিবার (১২ অক্টোবর) বিকেলে হোমনা-মুরাদনগর রোডে কাশিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা কুটি এলাকার মোহাম্মদ মনির মেয়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়িতে অবৈধ মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করে। এ ঘটনায় হোমনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ভাষানিয়া কাশিপুর এলাকার আমির হোসেনের ভাই ভাই মৎস্য খামারের সামনে পাকা রাস্তায় সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে একজন ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশ (এসআই) আব্দুল হামিদের নেতৃত্বে ফোর্সের সহায়তায় প্রাইভেটকারটি তল্লাশি করে পিছনের ব্যাকডালা অংশে সুকৌশলে লুকানো অবস্থায় খাকি স্কচটেপে মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে সাদা রঙের টয়োটা কোম্পানির প্রাইভেট কার (রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১) জব্দ করা হয়। অভিযুক্ত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।