যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েশনিবার (১৬ ডিসেম্বর) হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্ছ বিদ্যালয়ে শহীদ মিনারপ্রাঙ্গনে এ দিবস পালিত হয়।
সূর্যোদয়ের আগে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।হোয়াইক্যং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেণীর পেশজীবিরা প্রথম কর্মসূচি হিসাবে ভোরবেলা সুর্য উদয়ের সাথে সাথে হোয়াইক্যং শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর সকল শ্রেণীর মানুষ পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গন মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা,শামীম আরা পারভিন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি বেসরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তা , রাজনৈতিক সুশীল সুধীজন ব্যাক্তিবর্গরা।
এবার বিজয় দিবস উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য বারের মতো আড়ম্বর আয়োজন।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে এতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত।