কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ এর কেন্দ্রীয় সমিতির কর্মসূচী অংশ হিসেবে পিরোজপুরে ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ পিরোজপুর জেলা শাখার আয়েজানে টাউন ক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি, পিরোজপুর জেলা শাখার সভাপতি হারুন আর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সঞ্চলনায় মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের পিরোজপুর জেলা শাখার কার্যকরী সদস্য আ: হাই, সহ-সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সদস্য গোলাম মোস্তফা মিন্টু, খবির উদ্দিন হাওলাদার, মাহমুদ হোসেন রাজিব, নিখিল চন্দ্র সাহা প্রমুখ। মানববন্ধনে বক্তরা, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া এবং প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক সরবরাহ বন্ধসহ সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নিধারণ করার দাবী জানান।