আজ(১৪জুলাই) বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২৪ – ২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ মহতি উদ্যোগের সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি, আমতলী, বরগুনা। চারা বিতরণ কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি জাম গাছ ও ১টি বেল গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন – গাছ শুধু আমাদের পরিবেশ রক্ষা করে না, এটি আমাদের অর্থনীতি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা শেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলবে।
চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা গাছ লাগিয়ে পরিচর্যার অঙ্গীকার করে এবং বিদ্যালয় চত্বরে প্রতীকী গাছরোপণ কর্মসূচিও পালন করেন।