1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট ‘২৪ সম্পন্ন মিঠাপুকুরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ লোহাগাড়া প্রেসক্লাব’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান হিলিতে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কর্মসূচীর নামে মানহানীর চেষ্টা, সর্বত্র প্রতিবাদের ঝড় দৌলতখানে ফসলের মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধানের শীষ, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষকেরা চিরিরবন্দরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাক্ষীগণের সংবাদ সম্মেলন পবিপ্রবিতে গভীর রাতে র‌্যাগিং নির্যাতন, আহত ৫ শিক্ষার্থী

বিএনপি এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়েছে- সালমান এফ রহমান

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিএনপি তাদের এক দফা দাবি আদায়ে সম্পুর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান (এমপি)। তিনি বলেন, দেশের জনগন এখন আর তাদের সাথে নেই। তিনি বিএনপিকে একদফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ভরার পরামর্শ দেন।

সোমবার ঢাকার দোহার উপজেলার থানা উন্নয়ন প্রকল্প ও একটি সেতু ও ৫টি গুরুত্বপূর্ণ সড়ক দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন এবং নয়াবাড়িতে শুকুরসাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে বর্তমান সরকারের অধিনেই হবে। দেশি-বিদেশী কোন অপশক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। এসময় তিনি দোহার-নবাবগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে আবাও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে এখন থেকে নৌকার পক্ষে ভোট চাইতে হবে এবং গত ১০ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে।

সালমান এফ রহমান আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ফেজবুক ও ইউটিউবে এবং গুজব ছড়াচ্ছে।

পূর্ব-ঘোষিত কর্মসূচি হিসেবে উপজেলার থানা মসজিদে জোহর নামাজ শেষে দোহার থানার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে থানার পুকুর সংস্কার ও ঘাটলা নির্মাণ, সাহেবখালী খালের উপর এলজিইডি’র বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজের উদ্বোধন।

বিলাসপুর ইউনিয়নের অবহেলিত চরাঞ্চলের দুটি সড়ক উদ্বোধন। পরে বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, ঢাকা জেলার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (অপরাধ) আমীনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়মীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বেক্সিমকো গ্রুপের পরিচালক মো. হৃদয় মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঢাকা জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলার ৮টি ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠণের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com